নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

 


নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ ছিল—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু দেড় বছরেও হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত সরকার দিতে পারেনি।

তিনি আরও বলেন, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকে খারাপ হবে।

এসময় সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করে নতুন দেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান ডাকসু ভিপি।

Next Post Previous Post