ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা


 নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।


আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিসিবির এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ (রোববার) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতিতে বিরাজ করছে চরম অস্থিরতা। রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনে নতুন মোড় নিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।


মূলত ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ টাকায় কাটার মাস্টারকে দলে নিলেও, বিসিসিআই-এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন সংঘাত। যার জল গড়িয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।


তবে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না দেশটির বোর্ড। ২০ দলের এই বিশাল টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব বলে মনে করছে তারা। বিসিসিআই-এর মতে, হোটেল রুম বুকিং এবং বিমান টিকিট বাতিল করা এক বিশাল বিশৃঙ্খলা তৈরি করবে।


এদিকে, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত'র। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া জায়গা পাননি জাকের আলী অনিকও।


সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। এরপর ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে বিসিসিআই-এর অনড় অবস্থান সব মিলিয়ে বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের এক কঠিন স্নায়ুযুদ্ধ।


মন্তব্য করুন 

Next Post Previous Post