বাংলাদেশ থেকে ভেসে যাওয়া বেলুন পড়ল ভারতে, ছড়াল ব্যাপক আতঙ্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় হঠাৎ করে আকাশ থেকে একটি বড় আকারের গ্যাস বেলুন নেমে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বরখোলা এলাকায়।
বেলুনটিতে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বাংলা লেখা রয়েছে এবং সীমান্ত পেরিয়ে এটি কীভাবে সেখানে পৌঁছাল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হঠাৎ এই বেলুন নেমে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমটি বলছে, রোববার ভারতের আসামের কাছাড় জেলায় উদ্ধার হওয়া বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল পুলিশ জানিয়েছে। এছাড়া এতে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অস্বাভাবিকভাবে বড় এই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। মুহূর্তেই এটি সবার নজরে কাড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেই ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আসামে পৌঁছাল এবং এর পেছনে কোনও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
মন্তব্য করুন
