প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, বিএনপি নেতাসহ আটক ১১
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে প্রশ্নপত্র ও বিশেষ প্রযুক্তির ডিভাইসসহ ইউনিয়ন বিএনপির এক নেতাসহ ১১ জনকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার পৃথক দুই স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম (৪০), আরাজি কোমরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (৩৮), রায়গঞ্জ ইউনিয়নের চরদামালগ্রাম এলাকার ময়নুল হকের ছেলে আনোয়ার হেসেন (২৮), বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে শাহ জামাল, নাগেশ্বরী কাজীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম (বাড়ির মালিক), পৌর এলাকার বাগডাঙা এলাকার মৃত জয়নাল আবেদীনের মেয়ে জান্নাতুন নাইম মিতু (২৬)।
আরও রয়েছে রামখানা ইউপির নাখারগঞ্জ এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুল লতিফ (৫২), ফুলবাড়ী উপজেলার ভাঙ্গা মোড় বোয়ালভীড় এলাকার মৃত নাজীর হোসেন সিদ্দিকীর ছেলে শরিফুজ্জামান সিদ্দিকী, মাদারীপুর জেলার শিবচর থানার কাচিকাটা বাঁশখালী এলাকার আব্দুল মালেক মৃধার ছেলে হিমেল মাহমুদ, একই জেলার রাজৈর পৌরসভার টেকের হাট এলাকার ইদ্রিস মোড়লের মেয়ে চামেলী আক্তার ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জাঙ্গালীয় এলাকার হারুন খানের ছেলে মাহবুব খান। এ ঘটনায় ডিবি পুলিশের বাদী হয়ে মামলা করেন। বিকেলে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি নাগেশ্বরীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
